এখন থেকে একসাথে সব অডিও গানে আপনার নাম ও ছবি বসান।অডিও এডিট।
অডিও গান শুনে না এইরকম ব্যাক্তি জগতে কমই আছে ৷
তাই নতুন করে অডিও সম্পর্কে বলার তেমন কিছু নেই ৷
অনেক সময় আমরা অডিও গানের ভিতর অন্যের নাম বা ছবি বা কোন ওয়েবসাইট এর লোগো দেখে থাকি ৷
কী ভাবে আসলে এটি হয় ?? হ্যা বন্ধুরা ৷ আজ আপনাদের জন্য এটা নিয়ে চরম একটা এপস নিয়ে হাজির হয়েছি ৷ এখন থেকে আপনিও অডিও গানে আপনার ছবি,নাম এবং টেগ সেট করতে পারবেন এপসটির মাধ্যমে ।
ঠিক এমনটা হয় যে কখনও কখনও আমাদের কাজের জন্য বা নিজ প্রয়োজনে অডিও গান এডিট করি,তখন দেখা গেল যে আমাদের একটা একটা করে অডিও গান এডিট এ খুব বিরক্তি লাগবে !
কিন্তু বন্ধুরা আজ থেকে আপনারা চাইলেই, সব গানে একসাথে আপনার নাম অথবা আপনার ওয়েবসাইট এর লগো এর নাম সাথে ছবি বসাতে পারবেন তাও জাস্ট ছোট্ট একটা স্টেপ এর মাধ্যমে ৷
তো বন্ধুরা অনেক বকর বকর করলাম চলুন দেখি কি ভাবে এটা করে –, এপ্স লাগবে একটা এপস টির নাম AudioTagger ৷
ডাউনলোড লিংক AudioTagger Open করুন এবং ইন্সটল দিন। এখন ব্রাউজ এ ক্লিক করুন
তারপর আপনার গানের ফোল্ডার সিলেক্ট করুন
Next Stap আপনি আপনার নাম সহ যা যা দিবেন সেটা দিন। আপনি যে ছবি দিবেন অটার জন্য ARTwork এ ক্লিক করুন ৷
NEXT এ +from file এ চেপে করে কাক্ষিত ছবি টি বাছাই করুন ৷
অঃপর Remove existing এ একটা টিকমার্ক দিয়ে Ok ক্লিক করুন এবং বেগ এ আসুন। কি মজা !!!!! এবার আপনার ফাইল এ দেখুন ছবি সহ গানগুলো দেখাচ্ছে ৷
0 Comments