কোন ধরনের কোডিং ধারণা ছাড়া কিভাবে ওয়েবসাইট তৈরি করব?


কোন ধরনের কোডিং ধারণা ছাড়া কিভাবে ওয়েবসাইট তৈরি করব?

বন্ধুরা বর্তমানে একটি ওয়েবসাইটই হতে পারে আপনার আয়ের করার একমাত্র উৎসই।
আপনি চাইলে ইন্টারনেট এর ভিত্তিকে কাজে লাগিয়ে আর করার মাধ্যম, হিসেবে ওয়েবসাইট তৈরি করা কে ,বেশি প্রাধান্য দিতে পারবেন মানুষকে শিখানোর জন্য ৷ তাছাড়াও আপনি চাইলে একদম ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন সহজেই । অনেকে আছে যূ লোকগূলো ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে মনে করেন যে সে ক্ষেত্রে তার এইচটিএমএল কোডিং সম্পর্কে বেশি ধারণা থাকা দরকার হয় না বা প্রয়োজন পড়ে না ৷ আমিও তাই মনে করি ৷

মোটেও না, আপনি যদি এইচটিএমএল কোডিং সম্পর্কে একটুকু ধারণা রাখেন তাহলে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন একদম বিনামূল্যে তাও আবার অনেক সূবা পাবেন ফ্রি তে ৷ এই ধরুন হোস্ট , এসএল এল ফ্রি পাবেন এবং সহজেই এসইও করতে পারবেন । তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছুটা হলেও ইংরেজি সম্পর্কে ধারণা থাকতে হবে মঅস্ট বি ৷ আর ইংরেজি সম্পর্কে আপনি জানলে এইচটিএমএল সম্পর্কে আপনি ওয়েবসাইট তৈরি করার পরেও ধীরে ধীরে শিখে যাবেন আমি মনে করি ৷ অন্যদিকে এটি বেশ সুবিধাজনক ও বোটে ৷
তবে অনেক ক্ষেত্রেই আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হয় এটা অনেকেই জানেন। যা অত্যন্ত ব্যয়বহুল এবং অনেকের সাধ্যের বাহিরে হয়ে থাকে প্রায় ৷ তবে যে আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হলে ডোমেইন হোস্টিং বাধ্যতামূলক কিনতে হবে তা কিন্তু নয় মোটেও ৷ এমন এক ধরনের প্লাটফর্ম আছে যেখানে আপনি ফ্রিতে ডোমেইন-হোষ্টিং পাবেন ফ্রি পাবেন সবাই। এবং এখানে আপনি খেয়াল করুন এমন একটি ডোমেইন পাবেন যার মেয়াদ থাকবে যতকাল ওয়েবসাইটটিকে থাকবে ঠিক তত কাল হিহি কি মজা তাইনা। আর হোস্টিং হিসেবে আপনি যা পাবেন তা আপনি কল্পনাও করতে পারবেন না মেবি। কারণ এই প্ল্যাটফর্মের হোস্টিং এর সাথে কয়েক লক্ষ ভিজিটর একসাথে ভিজিট করলেও সাইট ডাউন করতে পারবে না বন্ধুরা ৷ কি মজা তাইনা ? আপনি কি বুঝতে পারছেন অবশ্যই যে , আমি কোন প্ল্যাটফর্মের কথা বলছি ? অনেকেই ধারনা করতে পারছেন যে আমি ব্লগারের কথা বলছিলাম অনেহয়। আসলেই তাই আপনাদের ধারণাটি একদম ঠিক।
আপনি blogger.com এ গিয়ে খুলে ফেলুন একটা একাউন্ট ৷

কিছু তথ্য

ওয়েবসাইটা আসলেই কি?

আপনি হয়তো আপনার যেকোনো ধরনের সমস্যার কথা গুগল সার্চ বারে গিয়ে সার্চ করেন ৷ তখন এই কীওয়ার্ড রিলেটেড অনেক ওয়েবসাইট গুলো দেখতে পারেন অবশ্যই ৷
অনেকে বলে ওয়েবসাইট হল এটি যা ডোমেইন হোস্টিং এর সহায়তায় আপনাকে ফ্রিতে প্রশিক্ষণ দেয় যে কোন বিষয় শিখতে এবং জানার জন্য ৷
তবে এটা আপনার কাছে যদি ফ্রি মনে হয় তাহলে এটা ভুল হবে, হয়তো তারা আপনার কাছ থেকে এর মূল্য হয়তো সংযোজন করছে কিন্তু আপনি তা একটু হলেও বুঝতে পারছেন না।

0 Comments